ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকের জয় নিশ্চিত করতে যুবকদের ঐক্যবদ্ধ থাকতে হবে:: মাওলানা সালাম মাদানী
দোয়ারাবাজার (সুনামগঞ্জ):
সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন,
ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ পরিচালনার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের জয় নিশ্চিত করতে যুবকদের ঐক্যবদ্ধ হতে হবে।
মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে (জামায়াতে যুব বিভাগ) যুব ফোরাম দোয়ারাবাজার উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচী পালন অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাম মাদানী বলেন, আগামীতে দেশ চলবে কোরআনের আইনে এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ, (যুব ফোরাম) দোয়ারাবাজার উপজেলা কর্তৃক আয়োজিত এই ধরনের কর্মসূচি যুবকদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে এবং সবুজ পৃথিবী গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা: হারুনুর রশিদ, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ডা: হারিস মিয়া, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা: আব্দুল হান্নান, উপজেলা সেক্রেটারি, সাইফুল ইসলাম।
এসময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর (যুব ইউনিট) উপজেলা যুবফোরাম'র সভাপতি কামরুল ইসলাম, সহসভাপতি জুবায়ের আহমদ, সহ সেক্রেটারি নাজমুল ইসলাম, বোগলা ইউনিয়ন সভাপতি মুহিবুর রহমান, জামায়াতে ইসলামী নেতা আব্দুল আওয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়ারাবাজার সদরে বালিকা উচ্চবিদ্যালয়ে
বৃক্ষরোপণের মাধ্যমে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ২'শতাধিক বৃক্ষরোপণ করা হয়।

No comments: