দোয়ারাবাজারে সমুজ আলী উচ্চবিদ্যালয় এন্ড কলেজে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সভা
দোয়ারাবাজার (সুনামগঞ্জ)সংবাদদাতাঃ
শিক্ষার মানোন্নয়ন শীর্ষক পর্যালোচনা সভার আয়োজন সম্পন্ন করেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সমুজ আলী উচ্চবিদ্যালয় ও কলেজ।
শনিবার (১২ জুলাই) দুপুরেএসএসসি পরীক্ষা-২০২৫ এর ফলাফল পরবর্তী কলেজের গভনিংবডির আয়োজনে শিক্ষক/ কর্মচারীদের সাথে উপজেলার সুরমা ইউনিয়নে অবস্থিত বিদ্যালয় ক্যাম্পাসে এই সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের গভনিংবডির সভাপতি হোসনা বেগম'র সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা বলেন, দেশ, জাতি ও সমাজের সার্বিক উন্নয়নে এবং শিক্ষার গুণগতমান নিশ্চিত করা জরুরি। তবে শিক্ষার গুণগতমানের উন্নয়ন হঠাৎ করে নিশ্চিত করা যাবে না; মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরির জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই আমরা এগিয়ে যেতে পারব ও শতভাগ শিক্ষার মান নিশ্চিত হবে।
উল্লেখ্য যে,২০২৫ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় সমুজ আলী উচ্চবিদ্যালয় ও কলেজ হতে ১৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে ২টি এ প্লাস,১৬ টি এ সহ ১০২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি উপজেলার প্রত্যন্ত এলাকায় শিক্ষার হার বৃদ্ধিসহ নিম্নআয়ের পরিবারে ছেলেমেয়েরা যাতে লেখাপড়া থেকে ঝরে না পড়ে- সেই লক্ষ্যে ব্যাপক ভূমিকা পালন করছে।
এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানটির পক্ষ থেকে পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও শিক্ষকরা তাদের বক্তব্যে বিদ্যালয় ও কলেজটির উন্নয়নসহ শিক্ষার সুন্দর পরিবেশ ও মানোন্নয়নে সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান
এসময় উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হারুন অর রশীদ,অধ্যক্ষ অসীম মোদক, প্রতিষ্ঠাতার স্ত্রী হাসিনা বেগম,সাবেক শিক্ষানুরাগী সদস্য ইকবাল হোসেন বুলু,শিক্ষক প্রতিনিধি মুহিত মিয়া,
সাবেক গভনিংবডির অভিভাবক সদস্য ফরহাদ হোসেন, আতর আলী,সাবেক দাতা সদস্য তালেব আলী,সাবেক সদস্য আম্বর আলী,সহকারী প্রধান ব্রজলাল দে, সহকারী অধ্যাপক রুকনোজ্জামান, সহকারী প্রভাষক কামাল হোসেন,সাদিক মিয়া, স্কুল শাখার শিক্ষক মো: সাইদুল ইসলাম জিলান,মুতালেব হোসেন,সিকান্দার আলী ও স্কুল -কলেজ শাখার শিক্ষক-শিক্ষিকা প্রমুখ।

No comments: