সংবাদ শিরোনাম

recent

কাঙ্খিত উন্নয়ন সবার দোরগোড়ায় পৌঁছে দিব-অধ্যক্ষ মাও আব্দুস সালাম মাদানী


দোয়ারাবাজার (সুনামগঞ্জ)সংবাদদাতা :

সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাও আব্দুস সালাম আল মাদানী বলেছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে ছাতক-দোয়ারার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করব। 

আমাদের সাথে দেখা করতে সিরিয়াল দরতে হবেনা। আমরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিতে অব্যস্থ। আমাদের কাছে উন্নয়নের জন্য সহযোগিতা চাইতে হবেনা। আমরা এলাকায় এলাকায়  হেটে হেটে উন্নয়নের জন্য কাজ করব। প্রয়োজনীয় উন্নয়ন বাস্তবায়ন করব। ছাতক-দোয়ারার মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের নিরলস ভাবে কাজ করব। মানুষকে সাথে নিয়েই তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।



শুক্রবার (৪ জুলাই) দিনব্যাপী ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাবারড্রাম,বনগাঁও, নোয়াকুট ইছামতী বাজারে গণসংযোগ, জনশক্তি সমাবেশ শেষে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর বাজারে পথসভা পরবর্তী প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী  আব্দুস সালাম মাদানী এসব মন্তব্য করেন।


সালাম মাদানী বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচার ফ্যাসিবাদ গোষ্ঠী  মানুষের ভোটের অধিকার হনন করে ক্ষমতায় থেকেও মানুষের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেয়নি। মানুষের মৌলিক উন্নয়ন করেনি। উন্নয়নের নামে মানুষের সম্পদ লুটেপুটে খেয়েছে। 


 তিনি বলেন, দেশের মানুষ আর কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও খুনিদের ক্ষমতায় আনতে চায়না । জনগণ তাদের অতীতের ভুল ও ব্যর্থতা ভুলে যায়নি। এখন তারা সত্যিকারের পরিবর্তন ও ন্যায় বিচার চায়। এখন মানুষ ইসলামি দলগুলোকে ক্ষমতায় আনতে চায়। মানুষ এখন সচেতন। মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছেন।   তাই আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীককে ভোট দিয়ে মানুষ তাদের নেতা নির্বাচিত করে খেদমত করার সুযোগ দিবেন।



এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন 

সিলেট কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জালালাবাদ থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ওবায়দুল হক শাহিন,ছাতক উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাও সালাউদ্দিন, 

 ছাতক উপজেলা জামায়াত নেতা মো: আব্দুল হাই আজাদ, নাজমুল হক,ইলিয়াস হোসাইন, সাবেক ছাত্রনেতা আলিমুর রহমান, অ্যাড: আলম উদ্দিন, 

নরসিংপুর ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব আতাউর রহমান, ছাতক উপজেলা জামায়াত নেতা ডাঃ চমক আলী, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,কোম্পামিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন'র সেক্রেটারি আল আমিন,ইসলামি যুবমজলিস ছাতক উপজেলার সেক্রেটারি হাফেজ মাও আনোয়ার হোসেন।

ছাতক উপজেলা জামায়াত নেতা হাজ্বী কলমদর আলী'র সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা হোসাইন আহমদ ও আব্দুল আলিম এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন নরসিংপুর ইউনিয়নের ৩ নং জামায়াতের সভাপতি আলী হোসেন,  নরসিংপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন'র সাবেক সভাপতি শফিকুল ইসলাম,সাবেক ইউপি সদস্য আশিকুর রহমান,  মাও সুলতান মাহমুদ, 

মাও আফতাব উদ্দিন,

হাফেজ নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মাও উমর ফারুক, ছাত্রনেতা আফফান বীন সিরাজ,

জাফর ইকবাল মুন্না প্রমুখ।




কাঙ্খিত উন্নয়ন সবার দোরগোড়ায় পৌঁছে দিব-অধ্যক্ষ মাও আব্দুস সালাম মাদানী Reviewed by প্রান্তিক জনপদ on 7/04/2025 11:00:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.