ছাতক-দোয়ারায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর গণসংযোগ ও পথসভা
শনিবার (২৮ জুন) দিনব্যাপী দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী বাজার, আমবাড়ি বাজার, যুগিরগাঁও, শ্যামল বাজারসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও পথসভায় অংশ নেন তিনি। পাশাপাশি স্থানীয় কয়েকটি মাদ্রাসা—গোপালপুর হেফাজতে ইসলাম মাদ্রাসা, কাটাখালী শামছুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, তালিমুল ইসলাম একাডেমি এবং জালালপুর দাখিল মাদ্রাসা পরিদর্শন করে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে অধ্যক্ষ মাদানী বলেন, “এই অঞ্চলের রাস্তাঘাট এখনও উন্নয়নবঞ্চিত। জনগণের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমি জনগণের কণ্ঠস্বর হতে চাই। নির্বাচিত হলে ছাতক-দোয়ারাবাজারের সার্বিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর এই অঞ্চলের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার বিদায় নিয়েছে। এখন জনগণ ভোটের মাধ্যমে পরিবর্তনের আশা করছেন।”
স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান। তাঁরা বলেন, “অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী একজন সৎ, নিষ্ঠাবান ও অভিজ্ঞ ব্যক্তি। তাঁর নেতৃত্বে এই এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।”
সাংগঠনিক এই সফরে অধ্যক্ষ মাদানীর সঙ্গে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াতের নায়েবে আমীর কামাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা শিবিরের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ছাতক জামায়াতের শুরা সদস্য মাওলানা এম কে এম ফরিদ উদ্দিন, দিলোয়ার হোসেন, জুবায়ের আহমদ, আব্দুল হাই বশির, ডা. তৌহিদুর রহমান, আব্দুস সালাম, কাজী ওয়াজিহ উদ্দিন, লুৎফুর রহমান মুন্না তালুকদার, ও সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা জিতু মুন্না প্রমুখ।
জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, নির্বাচনী বার্তা প্রচার ও সমস্যাবলি শুনে তা সমাধানের অঙ্গীকার নিয়ে অধ্যক্ষ মাদানীর এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
 Reviewed by প্রান্তিক জনপদ
        on 
        
6/28/2025 10:02:00 PM
 
        Rating:
 
        Reviewed by প্রান্তিক জনপদ
        on 
        
6/28/2025 10:02:00 PM
 
        Rating: 
 





No comments: