বাংলাদেশ জামায়াতে ইসলামীর পান্ডারগাঁও ইউনিয়ন শাখার ঈদ পুণর্মিলনী সভা অনুষ্ঠিত
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পান্ডারগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে এক ঈদ পুণর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদের আনন্দকে পরস্পরের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এ আয়োজন করে ইউনিয়ন শাখা।
শনিবার (৭জুন) স্থানীয় কার্যালয়ে আয়োজিত
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পান্ডারগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা দিলোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি আব্দুল হাই বশির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক ডা. আব্দুল কুদ্দুস। তিনি বলেন, “ঈদুল আজহার মূল শিক্ষা ত্যাগ ও আত্মোৎসর্গ। আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে এই আদর্শকে ধারণ করলেই একটি শান্তিপূর্ণ ও কল্যাণময় সমাজ গড়া সম্ভব।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার কামাল উদ্দিন। তিনি বলেন, “ঈদের এই পুনর্মিলনী শুধু আনন্দের নয়, বরং আমাদের সাংগঠনিক বন্ধনকে আরও মজবুত করার সুযোগ।”
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রশিবির নেতা ও ইউকে কমিউনিটি লিডার আলী আহমেদ মাসুদ। তিনি বলেন, “প্রবাসে থেকেও আমি বাংলাদেশের মাটি ও মানুষের কথা ভাবতে ভালো লাগে । ঈদের এই মিলনমেলা আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও ইসলামী আন্দোলনের শক্তিশালী বন্ধন তৈরি করে।”
এছাড়াও আরও বক্তব্য রাখেন মাওলানা আলা উদ্দিন মানিক,রিয়াদুল হক মাহফুজ, মাওলানা শহিদুল ইসলাম মোশাররফ, প্রিন্সিপাল নজির আহমদ রাজু, মাওলানা আবুল হাসানাত, মাওলানা নজির আহমদ, জসিমউদ্দীন সরকার, মাহবুবুর রহমান রুকন, ইকরামুল হক মাজেদ, ফাহিম আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে জামায়াত ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে সবার মাঝে ঈদ শুভেচ্ছা বিনিময় ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Reviewed by প্রান্তিক জনপদ
on
6/07/2025 08:39:00 PM
Rating:



No comments: