দোয়ারাবাজারে দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার
দোয়ারাবাজার (সুনামগঞ্জ)সংবাদদাতা:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) সন্ধায় উপজেলার বাংলাবাজার হতে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক।
গ্রেফতারকৃতরা হলেন,দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য ও বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের আওয়ামীলীগ নেতা সুরুজ আলী’র পুত্র আবির আহমেদ জয় ও মো: শাহ আলম শেখের পুত্র আরাফাত রহমান পরশ শেখ।
স্থানীয় সূত্রে জানা যায়,ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজাউল করিমের মদদে আটককৃত এই দুই ছাত্রলীগ নেতা এলাকায় আরো বেপরোয়া হয়ে উঠে। গত ১৬ ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারি,২৬শে মার্চ ও ১৫ আগস্টে ও তারা বাংলাবাজারে ছাত্রলীগের কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে দিবস গুলো পালণ করে। প্রায় সময়ই অফিসে বসে অন্তবর্তীকালীন সরকারকে নিয়ে নানান কুটক্তিমূলক সমালোচনা করে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও উস্কানিমূলক পোষ্ট করে।
এছাড়াও গত ৬ জুন শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচী হিসেবে তারা বাংলাবাজারের বিভিন্ন এলাকায় মানুষের মাঝে পিঠা তৈরির আটা-ময়দা বিতরণ করেন ও সামাজিক যোগাযোগ মাধ্যম এর একটি অনুষ্ঠানিক ভিডিও আপলোড করেন। পরে ওই ভিডিও কেন্দ্রীয় ছাত্রলীগের পেইজ থেকেও আপলোড করা হয়। এর পর থেকে এলাকায় শুরু নানান সমালোচনা।
Reviewed by প্রান্তিক জনপদ
on
6/20/2025 10:58:00 PM
Rating:

No comments: