সংবাদ শিরোনাম

  

অবৈধভাবে ভারতে গিয়ে পুনরায় প্রবেশকালে আটক ৩ হিজড়া



দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে মামুন মুনশি 

অবৈধভাবে ভারত গিয়ে পুনরায় বাংলাদেশে অনুপ্রবেশের সময় দোয়ারাবাজার সীমান্তে বাংলাদেশী তিন হিজড়াকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৮ মে) রাতে টহল দেওয়ার সময় উপজেলার পেকপাড়া বিওপি এলাকায় বিজিবির একটি দল তাদের আটক করে।


আটককৃতরা হলো— নারায়ণগঞ্জ জেলার ভোলাইলের মৃত সামছু মিয়ার ছেলে মো. দুলাল ওরফে অহনা (৪৬), ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যপাড়া দক্ষিণের মৃত খেলু মিয়ার ছেলে মোঃ লিটন মিয়া ওরফে পায়েল (৩৮) এবং নারায়ণগঞ্জ জেলার গৌরিপুরের মোঃ আনছার আলীর ছেলে মোঃ জীবন ওরফে রাত্রি (২৩)। আটকের পর বিজিবি সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করেন।



বিজিবি জানায়, আটককৃতরা আনুমানিক ৭—৮ বছর পূর্বে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গিয়ে নয়াদিল্লীতে বাস করতো। সেখানে তারা নাচ, গান করে জীবিকা নির্বাহ করতো। বর্তমান পরিস্থিতিতে ভয়ে ভারতীয় দালালের মাধ্যমে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টাকালে পেকপাড়া বিওপির টহল তাদের আটক করে। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে (হিজড়া) দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এদের কাছে বাংলাদেশী জন্ম নিবন্ধন এবং ভারতীয় আধার কার্ড আছে। এছাড়াও এই এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। 

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, আটককৃতরা তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়ের সদস্য, এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উপজেলার পেকপাড়া বিওপির সদস্যরা তিন হিজড়াকে থানায় হন্তান্তর করেন। 

অবৈধভাবে ভারতে গিয়ে পুনরায় প্রবেশকালে আটক ৩ হিজড়া Reviewed by প্রান্তিক জনপদ on 5/28/2025 06:53:00 PM Rating: 5

মন্তব্য

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.