দোয়ারাবাজারের পল্লীতে তিনটি গরুর প্রাণ গেল বজ্রপাতে
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ঢুলপশি গ্রামে বজ্রপাতে দুই কৃষকের তিনটি গরুর মারা গেছে। শনিবার (৩১ মে) দুপুরে ঢুলপশি গ্রামের পশ্চিম মাঠে জমিতে ঘাস খাওয়ার সময় এ ঘটনা ঘটে। মারা যাওয়া গরুর মধ্যে ওই গ্রামে নামের আনফর আলীর দুটি ও হরিদাস নামের এক কৃষকের একটি বলে জানা গেছে । এতে আহত হয়েছেন কৃষক হরিদাস ও আব্দুল কুদ্দুস।
ক্ষতিগ্রস্ত কৃষক আনফর আলী বলেন সকালে ঘাস খাওয়ানোর জন্য গরু দুটিকে রেখে আসি। এর মধ্যে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। গরু আনার জন্য মাঠে যাওয়ার চেষ্টা করি এর মধ্যে বজ্রপাত বেশি হওয়ায় পুনরায় ঘরে চলে আসি। পরে স্থানীয় এক ব্যক্তি ফোন করে গরু দুটি মারা যাওয়ার খবর জানায়। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আমার প্রায় লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী যুবায়ের আহমদ ঘটনা নিশ্চিত করেছেন। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.এমদাদুল হক জানান, বজ্রপাতে তিনটি গরুর মৃত্যুর সংবাদ পাইনি।তবে বৃষ্টি বা বজ্রপাতের সময় গরু ,ছাগল খোলা মাঠে না রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
এলাকাবাসী ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।
Reviewed by প্রান্তিক জনপদ
on
5/31/2025 06:17:00 PM
Rating:

No comments: