সংবাদ শিরোনাম

  

ঈদুল আজহাকে সামনে রেখে চামড়ার মূল্য নির্ধারণ , রপ্তানিতে শর্ত শিথিল


অনলাইন ডেস্ক

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর চামড়ার মূল্য নতুন করে নির্ধারণ করেছে সরকার। গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুটে ৫ টাকা বাড়িয়ে ঢাকায় ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে খাসি ও বকরির চামড়ার দাম বেড়েছে ২ টাকা করে, জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, “চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবারই প্রথমবারের মতো ঢাকার বাইরে থেকে কাঁচা চামড়া ঢাকায় আনার ওপর ১০ দিনের নিষেধাজ্ঞা জারি থাকবে।”



এছাড়া, রাজধানীতে গরুর কাঁচা চামড়ার সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১,১৫০ টাকা। খাসির চামড়া ২২-২৭ টাকা এবং বকরির চামড়া ২০-২২ টাকা প্রতি বর্গফুটে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।


ঈদুল আজহাকে সামনে রেখে চামড়ার মূল্য নির্ধারণ , রপ্তানিতে শর্ত শিথিল Reviewed by প্রান্তিক জনপদ on 5/25/2025 09:05:00 PM Rating: 5

মন্তব্য

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.