দোয়ারাবাজারে হিফজ বিভাগের ছাত্র নিখোঁজ
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের গিলাতলী মদিনাতুল উলূম হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগে নয় পাড়ায় পড়ুয়া ছাত্র মোঃ রায়হান আহমদ (১৫) গতকাল সকাল ১০ ঘটিকার সময় মাদ্রাসা থেকে কাহাকে না জানিয়ে নিখোঁজ হয়ে যায়।
রবিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের গিলাতলী মদিনাতুল উলূম হাফিজিয়া মাদ্রাসায় হিফজ বিভাগে নয় পাড়ায় পড়ুয়া ছাত্র মোঃ রায়হান আহমদ (১৫) সকাল ১০ ঘটিকার সময় মাদ্রাসা থেকে কাহাকে না জানিয়ে চলে গেছেন।
জানাগেছে, মোঃ রায়হান (১৫) পিং হুমায়ুন রশিদ তার গ্রামের বাড়ী উপজেলার বোগলা বাজার ইউনিয়নের মোল্লাপাড়া বন্দের বাড়ী।মাদ্রাসায় পড়ুয়া ছাত্র রায়হান আহমেদ ৬ থেকে ৭ মাস পূর্বে মাদ্রাসা থেকে এভাবে নিখোঁজ হয়ে যান। পরে অনেক খোজাখুজি করে বাঁশতলা জুমগাঁও মসজিদ হইতে সন্ধার পরে তাকে পাওয়া গেছে। মাদ্রসার স্বঙ্গীয় ছাত্রর বিশ পাড়া পড়ুয়া ছাত্র মুবাশ্বির আলী র
সঙ্গে নিখোঁজ হওয়ার একদিন পূর্বে আলাপ আলোচনা করেছে, সে কিছুদিনের জন্য পড়াশোনা বাদ দিয়ে চলে যাইবে ঢাকায়।
জানতে চাইলে নিখোঁজ রায়হানের পিতা হুমায়ুন রশিদ বলেন,আমার ছেলের জন্য তার উস্তাদ সহ আমরা খোঁজা খোজি করতেছি।এখনো কোন সন্ধান পাওয়া যায় নি।আমরা সকল আত্বীয় স্বজনরার নিকট খোঁজাখুঁজি করেছি। এখনো সন্ধান মিলেনি। তার কোন হৃদয়বান ব্যাক্তি সন্ধান পাইলে এই মোবাইলে যোগাযোগ করতে অনুরোধ করছি। ০১৩০৪০৬১১৪৫।
Reviewed by প্রান্তিক জনপদ
on
4/28/2025 09:41:00 PM
Rating:

No comments: