সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে শ্রমিক সংগঠনের নির্বাচনে লায়েক সভাপতি, জিয়াউর সম্পাদক নির্বাচিত

 


জনপদ ডেস্ক 

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দোয়ারাবাজার শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন। বুধবার উপজেলা সদরের সিএনজি স্টেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মো. লায়েক হোসেন  ২৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাল মিয়া পেয়েছেন মাত্র ৬৪ ভোট।

সকাল থেকে বিকেল অবধি চলা ভোটগ্রহণ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী। এছাড়াও প্রশাসনিক কর্মকর্তা, গণমাধ্যম কর্মী এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


জানা যায়, সিএনজি চালিত অটোরিকশা ও মিশুক ড্রাইভার ইউনিয়ন (রেজি: নং- চট্র-১৯২৬/৭) এর অধীনস্থ উপ-পরিষদের নির্বাচন ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেন।

নির্বাচনে সভাপতি পদে লায়েক হোসেন ২৯৪ ভোট পেয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল মিয়া পেয়েছেন মাত্র ৬৪ ভোট।


সাধারণ সম্পাদক পদে মোরগ মার্কার প্রার্থী জিয়াউর রহমান ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মিছির আলী (হরিণ মার্কা) পেয়েছেন ১২২ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে জগ মার্কার ইয়াজুল ইসলাম ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দেলোয়ার হোসেন (আম মার্কা), যিনি পেয়েছেন ১০৬ ভোট।

এছাড়া কোষাধ্যক্ষ পদে বাঘ মার্কার প্রার্থী ওয়াসিম উদ্দিন ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আলী হোসেন (হাতুড়ি মার্কা) পেয়েছেন ১৭২ ভোট।

নির্বাচনকে ঘিরে স্থানীয় সিএনজি চালকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা গেছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

দোয়ারাবাজারে শ্রমিক সংগঠনের নির্বাচনে লায়েক সভাপতি, জিয়াউর সম্পাদক নির্বাচিত Reviewed by প্রান্তিক জনপদ on 4/30/2025 10:15:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.