যুব ফোরাম পান্ডারগাঁও ইউনিয়ন শাখার ইফতার মাহফিল
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্শ্ব সংগঠন যুব ফোরাম পান্ডারগাঁও ইউনিয়ন শাখার আয়োজনে ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকেলে শ্রীপুরবাজারস্থ জামায়াতের কার্যালয়ে যুবফোরাম পান্ডারগাঁও ইউনিয়ন সভাপতি আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার মোহাম্মদ কামাল উদ্দিন।।
যুব ফোরাম পান্ডারগাঁও ইউনিয়ন শাখার সদস্য হাফস মনসুরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পান্ডারগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা দিলোয়ার হোসেন, সেক্রেটারি আব্দুল হাই বশির,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দোয়ারা দক্ষিনের সভাপতি মাহবুবুর রহমান রোকন,দোয়ারা দক্ষিণের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম ।
উপস্থিত ছিলেন জামায়াত নেতা সফিক উদ্দিন, ডা.আব্দুন নুর,আবুল কালাম,যুব নেতা আজাদ গনি, নজির আহমদ, জায়েদ আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

No comments: