সংবাদ শিরোনাম

recent

ইএফটিতে বেতন: মাদরাসা শিক্ষকদের তথ্য হালনাগাদের নির্দেশ অধিদপ্তরের

 

জনপদ ডেস্ক :

এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইএফটি-এর মাধ্যমে পাঠানো হবে। তাই এসব এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের তথ্য অনলাইনে হালনাগাদের আহবান জানিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

সোমবার (৩ মার্চ) অধিদপ্তরের এক চিঠিতে এই তথ্য জানানো হয়। বলা হয়েছে, তথ্য সঠিক ও হালনাগাদ না হলে ইএফটি-এর মাধ্যমে পাঠানো বেতন-ভাতা শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসেবে জমা হবে না।

যেসব তথ্য হালনাগাদ/সংশোধন করতে হবে, তার একটি তালিকা দিয়েছে অধিদপ্তর। সেগুলো হলো: আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম (বাংলা ও ইংরেজিতে, জাতীয় পরিচয়পত্র অনুসারে); জন্ম তারিখ, (জাতীয় পরিচয়পত্র অনুসারে), জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর (জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত), পদবী ও বিষয়, বেতন কোড, ছবি, যোগদানের তারিখ, প্রথম এমপিও তারিখ, ব্যাংক তথ্যাদি (ব্যাংকের নাম, যে শাখায় বেতন হয় সেই শাখার নাম, ব্যাংক হিসাবের নাম, অ্যাকাউন্ট নম্বর, শাখার রাউটিং নম্বর)।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের চিঠিতে আরো বলা হয়েছে, হালনাগাদ ও সংশোধিত তথ্য পরবর্তীতে অনলাইনে পাঠানোর জন্য শিগগিরই মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এমইএমআইএস সফটওয়্যারের লিঙ্ক প্রদানসহ প্রয়োজনীয় নির্দেশনা জানানো হবে। শিক্ষক-কর্মচারীদের অনলাইনে পাঠানো তথ্য অনুযায়ী, তথ্য সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

দৈনিক শিক্ষা ডটকমের সৌজন্যে। 


ইএফটিতে বেতন: মাদরাসা শিক্ষকদের তথ্য হালনাগাদের নির্দেশ অধিদপ্তরের Reviewed by প্রান্তিক জনপদ on 3/04/2025 10:40:00 AM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.