সংবাদ শিরোনাম

  

উভয় 'লীগ' কর্তৃক যৌথ নির্যাতনের শিকার রাহবার!




-মঈনুল হক মঈন 

সিলেট আনজুমানে খেদমতে কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ জনাব একরামুল হক চৌধুরী। বারাল্লাহু ফি হায়াতিক।


তিনি আমার মতো এক নগন্যের মে ২০১৪ সালে মাসিক মদীনায় ছাপা হওয়া আটিক্যালকে নিজের খরচে বই আকারে ছাপিয়েছিলেন; আবার আমি অধমের অফিসে এসে ছাপানোর অনুমতিও নিয়েছিলেন। লেখাটি তাঁর খুব পছন্দ হয়েছিল; তাই বই আকারে ছাপিয়েছিলেন।


বই আকারে ছাপা হওয়ার সাথে সাথে সিলেটের ইসলাম বিরোধী আওয়ামীলীগ ও তাবলীগের শক্তির রোষানলে পতিত হোন। আওয়ামীলীগ তখন ক্ষমতায়। আওয়ামীলীগের আইনজীবীরা তাঁকে একটি উকিল নোটিশ পাঠায়। এরপর মামলার ভয় দেখিয়ে বইগুলো বাজার থেকে উঠিয়ে নিতে বাধ্য করে।


পরে আইনতঃ প্রক্রিয়া সম্পন্ন করে বতমানে বইটি নতুন করে 'প্রচলিত দ্বীন বনাম প্রকৃত দ্বীন' নামে আত-ত্বাকওয়া মাসজিদ, কুমারপাড়া, সিলেট; তৃতীয় সংস্করণ ছাপিয়েছেন। সেখানে মাত্র ত্রিশ টাকায় বইটি পাওয়া যাচ্ছে।


আজ তাঁরই বলিষ্ঠ নেতৃত্বে ৯ জানুয়ারি ২০২৫ বিরাট মাহফিল হয়েছে। ১০ এবং ১১ জানুয়ারি ২০২৫ 'আঞ্জুমানে খেদমতে ক্বোরআন', সিলেট-এর উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল ক্বোরআন মাহফিল সিলেটের ঐতিহ্যবাহী এম.সি. কলেজের সুবিশাল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উভয় 'লীগ' কর্তৃক যৌথ নির্যাতনের শিকার রাহবার! Reviewed by প্রান্তিক জনপদ on 2/24/2025 07:01:00 PM Rating: 5

মন্তব্য

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.