সুনামগঞ্জে "অপারেশন ডেভিল হান্ট" অভিযানে গ্রেফতার-৪
জনপদ ডেস্ক :
সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান "অপারেশন ডেভিল হান্ট" পরিচালিত হচ্ছে। জেলার বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ১. আব্দুস সালাম (৩৮) - ছাতক থানাধীন টেটিয়ারচর গ্রামের বাসিন্দা, চরমহল্লা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। ২. মিজানুর রহমান মিজান (৩২) - মধ্যনগর থানাধীন আটাইশা মাছিমপুর গ্রামের বাসিন্দা, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। ৩. মোঃ দিলদার হোসেন (৩২) - জগন্নাথপুর থানাধীন ইকড়ছই লম্বাহাটি গ্রামের বাসিন্দা, মাদক ব্যবসায়ী। ৪. শেখ ইলিয়াছ আলী (৪৮) - জগন্নাথপুর থানাধীন ইকড়ছই গ্রামের বাসিন্দা, মাদক ব্যবসায়ী।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Reviewed by প্রান্তিক জনপদ
on
2/22/2025 05:39:00 PM
Rating:

No comments: