বেনাপোলে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ
প্রতিকী ছবি
বিশেষ প্রতিবেদক:
যশোরের বেনাপোলে সালিশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ও বোমা হামলার ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন দলটির পাঁচ নেতাকর্মী।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ১০-১২টি হাত বোমার বিস্ফোরণ হয়।
আহতরা হলেন বালুন্ডা গ্রামের ওম্বত আলীর ছেলে ইরফান আলি (৩৫), সুলতান মল্লিকের ছেলে আবুজর (২৩), আব্দুল গণির ছেলে মোকারুল (৮) তাহাজ্জত মোড়লের ছেলে আবু সিদ্দিক (৪৫) এবং পুটের ছেলে জালাল উদ্দিন (৩২)।
স্থানীয়রা জানান, শনিবার সকালে বালুন্ডা উত্তর পাড়ার অহিদ বিশ্বাস ও ফজলু বিশ্বাসের মধ্যে জমা সংক্রান্ত বিরোধ নিরসনের সালিশ হচ্ছিল। এসময় পুটখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুল ও ৫ নম্বর বালুন্ডা ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুলের সমর্থক নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে কয়েকটি হাতবোমা বিস্ফোরণ হয়। এতে কবিরুল সমর্থক পাঁচজন আহত হন। পরে তাদের মধ্যে দুজনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
Reviewed by প্রান্তিক জনপদ
on
2/15/2025 10:13:00 PM
Rating:

No comments: