রমজানকে স্বাগত জানিয়ে উপজেলা জামায়াতের মিছিল
দোয়ারাবাজার প্রতিনিধি :
আসন্ন মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দোয়ারাবাজার উপজেলার শাখার উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দোয়ারাবাজার উপজেলা সদরে এ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর ডা.হারুনুর রশিদের সভাপতিত্বে স্বাগত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়বে আমীর মোহাম্মদ কামাল উদ্দিন, সেক্রেটারি মাও.দিলোয়ার হোসেন ।
শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল হান্নানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন কর্মপরিষদ সদস্য মাও.সিদ্দিকুল ইসলাম, দিলোয়ার হোসেন,সাইফুল ইসলাম প্রমুখ
সমাবেশে সভাপতির বক্তব্যে, ডা.হারুনুর রশিদ বলেন
বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে, সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়া প্রয়োজন। আসন্ন রমজান এই অবস্থা চলতে থাকলে মানুষের জীবনযাত্রা বিপন্ন হয়ে পড়বে। তিনি রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে আন্তরিকতা ও সচেতনতার পরিচয় দেওয়ার আহবান জানান ।
রমজানকে স্বাগত জানিয়ে উপজেলা জামায়াতের মিছিল
Reviewed by প্রান্তিক জনপদ
on
2/27/2025 04:59:00 PM
Rating:

No comments: