দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিট গঠন
দোয়ারাবাজার প্রতিনিধি:: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কর্মরত সাংবাদিকদের বৃহত্তর সংগঠন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল বারীর সার্বিক সহযোগিতায় ৩ মাস মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এতে দৈনিক সংগ্রামের দোয়ারাবাজার প্রতিনিধি মো: কামাল উদ্দিনকে আহ্বায়ক করে সদস্য হিসেবে দৈনিক যুগান্তরের তাজুল ইসলাম, দৈনিক মানবজমিনের মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী,দৈনিক সংবাদের এম এ মোতালিব ভূইয়া,
দৈনিক জালাবাদের বজলুর রহমান, দৈনিক ভোরের ডাক'র আলাউদ্দিন,এশিয়ান টিভির এনামুল কবির মুন্না, দৈনিক শ্যামল সিলেটের হারুন রশীদ, দৈনিক যায়যায় দিনের আশিস রহমান,দৈনিক নয়া দিগন্তের সোহেল মিয়া,
দৈনিক ইত্তেফাকের মামুন মুন্সি, দৈনিক দিগন্তরের সাগর তালুকদার,,দৈনিক হাওর বার্তা'র আবু তাহের মিছবাহকে নির্বাচিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গণমাধ্যম কর্মী দৈনিক ইনকিলাব'র শাহ মাশুক নাইম, দৈনিক বিজয়ের কন্ঠের ইসমাইল হোসাইন, দৈনিক জাগ্রত সিলেট'র সুমন আহমদ,স্বাধীন বাংলা'র শাহজাহান আকন্দ, দৈনিক সংগ্রাম প্রতিদিনের মাসুদ রানা সোহাগ,
বিকাল বার্তা'র হাফেজ সেলিম,তালাশ টাইম'র আব্দুস সালাম, দৈনিক যুগভেরীর আবু বকর, দৈনিক বাংলাদেশ সমাচার'র ফারুক মিয়া, দৈনিক আলোকিত সকাল'র হাবীবুল কবীর শুভ প্রমুখ।
Reviewed by প্রান্তিক জনপদ
on
1/07/2025 06:08:00 PM
Rating:

No comments: