দোয়ারাবাজারে প্রতিপক্ষের হামলায় কিশোর নিহত
দোয়ারাবাজার প্রতিনিধি:: উপজেলার পল্লীতে প্রতিপক্ষের উপুর্যুপরি হামলায় আহত দিলমান হোসেন (১৫) গতকাল বুধবার ১১টা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে । সিলেট কতুয়ালী থানার পুলিশ তার সুরতহাল রিপোর্ট তৈরি করেছে বলে জানা গেছে।
সে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের হরিপদ নগর (ইসলাম নগর) গ্রামের জাহির আলীর পুত্র।এই ঘটনায় নিহতের বড়ভাই আরমান হোসেন (১৭)আহত হয় বলে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা যায় গত ১অক্টোবর সকালে বাড়ির পশ্চিমে দেখার হাওরে প্রতিপক্ষ একই গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র জুনেদ মিয়া (২৪) ও নিহত দিলমান হোসেন হাঁস ছড়াইতে ছিলেন।
একটি হাঁসের মালিকানা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।একপর্যায়ে জুনেদ মিয়া পক্ষের লোকজন
দিলমান ও তার ভাই আরমানকে উপুর্যুপরি মারধর করে।
মারাত্মক আহত দু'জনকে তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার ৮দিন পর আজ সকালে ১১টার দিকে দিলমান মারা যায়।
এব্যাপারে গত ৫/১০/২০২৪ নিহত দিলমানের অপর বড়ভাই রোমান হোসেন বাদি হয়ে জুনেদ মিয়া, জুবেদ মিয়া পিতা আব্দুল কাইয়ুম, আব্দুল কাইয়ুম, আব্দুল করিম,আব্দুর রহিম,আব্দুর রহমান পিতা খোয়াজ আলী উক্ত ৬ জনকে আসামী করে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক ঘটনার লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানান।

মন্তব্য
No comments: