বন্যা কবলিত মানুষদের জন্য আয়োজিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের বন্যা কবলিত মানুষদের জন্য আয়োজিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ। গত শুক্রবার (১২ জুলাই) স্থানীয় সংগঠন প্রত্যয় সমাজ কল্যাণ পরিষদ উদ্যোগে ড্রিমার্স কনসালটেশন এন্ড রিসার্চ (Dreamers Consultation & Research) ও অ্যাসরয় (ASROY) এর সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্টিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচির অন্যতম আয়োজক ঢাকার শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজের সাবেক কৃতি শিক্ষার্থী তরুণ চিকিৎসক ডা. মুজতবা তামিম আল মাহদী জানান, মোট ১৮ জন চিকিৎসক মিলে রোগী দেখেছেন ৮০০ এর অধিক। ৭০ জনের বেশি রোগীর ইসিজি, ৫০ জনের অধিক রোগীর ডায়াবেটিস পরিক্ষা, আল্ট্রাসনোগ্রাম করা হয়েছে ৫০ জনের অধিক, ইউরিন টেস্ট করা হয়েছে ৩০ জনের অধিক রোগীর, চোখের পরিক্ষা করা হয়েছে ৫০ জনের অধিক রোগীর। এছাড়াও ক্যাম্পে প্রায় ১ লক্ষ টাকা মূল্যের ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
তিনি আরও জানান, বন্যা কবলিত পান্ডারগাও ইউনিয়ন সবধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। যোগাযোগ ব্যবস্থার চরম বাজে অবস্থার কারণে সঠিক সময়ে চিকিৎসা সেবা পাওয়াও অনিশ্চিত। একটা ইমার্জেন্সি পেশেন্টকে এই মুহুর্তে সুনামগঞ্জ শহরে বা সিলেটে নিয়ে আসাও ভীষণ কষ্টসাধ্য, বলা যায় দুরূহ! এই মানুষগুলোর কষ্ট সামান্যতম হলেও কমানোর জন্য আয়োজন করা হলো ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি।
এছাড়াও অংশগ্রহণকারী চিকিৎসকেরা সারারাত জার্নি করে এসে, দুপুরে লাঞ্চ ব্রেক ছাড়া সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল ৬টা পর্যন্ত টানা রোগী দেখেছেন। এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. মুজতবা তামিম আল মাহদী।
এমন মানবিক আয়োজনের জন্য প্রত্যয় সমাজ কল্যাণ পরিষদ ও এলাকাবাসী মাহদীর ভূয়শী প্রশংসা করেন। সংস্থার পক্ষ থেকে বলা হয়, মানবিক কাজের ও মানবসেবার লক্ষ্যে গঠিত এই সংগঠনটি সবাইকে সাথে নিয়ে সকলের সহযোগীতায় এলাকাবাসীর সেবা ও নানান ধরনের উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখবে।
Reviewed by প্রান্তিক জনপদ
on
7/14/2024 02:52:00 PM
Rating:


No comments: