সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান চৌধুরী বাবু, দেখে নেয়া যাক কে পেলেন কত ভোট

 

চেয়ারম্যান বাবু, ভাইস চেয়ারম্যান আবু বকর,
মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭টি উপজেলার মধ্যে দোয়ারাবাজারেও ভোটগ্রহণ শেষ হয়েছে।

বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। 

প্রাপ্ত ফলাফল অনুযায়ী

#চেয়ারম্যান

দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু (আনারস), প্রাপ্ত ভোট সংখ্যা -২৭৩৮৫,

মো. আরিফুল ইসলাম জুয়েল (দোয়াত কলম), প্রাপ্ত ভোট সংখ্যা -২২১৫৮

মো. নুরুল আমিন (ঘোড়া), প্রাপ্ত ভোট সংখ্যা -৪৬৩৬

অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক (মোটরসাইকেল), প্রাপ্ত ভোট সংখ্যা -২৬৯০

দেওয়ান আশিদ রাজা চৌধুরী (কাপ পিরিচ), প্রাপ্ত ভোট সংখ্যা -৯৬০


#মহিলা ভাইস চেয়ারম্যান.

শিরিনা বেগম (হাঁস), প্রাপ্ত ভোট সংখ্যা -১৫৮৯৭

লাইলী বেগম (সেলাই মেশিন), প্রাপ্ত ভোট সংখ্যা -১৩১৮১

শামসুন নাহার রুমি (ফুটবল), প্রাপ্ত ভোট সংখ্যা -১১২৩৮

ঝর্ণা রানী দাশ (কলস), প্রাপ্ত ভোট সংখ্যা -৯০৬৯

ছালেহা বেগম (প্রজাপতি), প্রাপ্ত ভোট সংখ্যা -৭৩৪১


#ভাইস চেয়ারম্যান

মো. আবু বকর ছিদ্দিক (বৈদ্যুতিক বাল্ব), প্রাপ্ত ভোট সংখ্যা -১১৬৭৩

মো. বশির আহমদ (চশমা), প্রাপ্ত ভোট সংখ্যা -১০৯৪৫

মো. তাজির উদ্দিন (তালা), প্রাপ্ত ভোট সংখ্যা -৭৯০৬

মো. জিয়াউর রহমান (উড়োজাহাজ), প্রাপ্ত ভোট সংখ্যা -৫৯৪২

মো. আবুল কালাম (টিউবওয়েল), প্রাপ্ত ভোট সংখ্যা -৫৬১৪

নুর হোসেন মো. আবদুল্লাহ (মাইক), প্রাপ্ত ভোট সংখ্যা -৪৭৮৮

মো. রাসেল মিয়া (টিয়া পাখি), প্রাপ্ত ভোট সংখ্যা -৩৬৯১

জে ইউ সেলিম (বই), প্রাপ্ত ভোট সংখ্যা -২৬৩২

আব্দুছ সোবহান (পালকি), প্রাপ্ত ভোট সংখ্যা -১৭১২

সোনা ধন দে (গ্যাস সিলেন্ডার), প্রাপ্ত ভোট সংখ্যা -১২৪০

শরীফ আহমদ (আইসক্রিম), প্রাপ্ত ভোট সংখ্যা -৮৮৪

দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান চৌধুরী বাবু, দেখে নেয়া যাক কে পেলেন কত ভোট Reviewed by প্রান্তিক জনপদ on 5/30/2024 05:17:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.