দারুল হেরায় সহকারী মৌলভী মনসুরুল হক ও দাখিল পরীক্ষার্থী ২০২৪ ব্যাচের বিদায় সংবর্ধনা ও প্রত্যয় স্মারক প্রকাশ
ডেস্ক রিপোর্ট:: দারুল হেরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সদ্য বিদায়ী সহকারী মৌলভী মনসুরুল হক (মনসুর আল মুবিন) ও দাখিল পরীক্ষার্থী ২০২৪ ব্যাচের বিদায়, পরীক্ষার্থী কর্তৃক প্রত্যয় স্মারকের প্রকাশনা উপলক্ষে সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও মাস্টার ওয়াক্কাস আলীর প্রানবন্ত উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা আব্দুল কুদ্দুস বলেন ভালো, সুনাগরিক ও তাকওয়াবান লোক তৈরি করতে হলে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই।মাদ্রাসা শিক্ষাই জাতিকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে। আজকের শিক্ষার্থীরা আগামীর দেশ গড়ার কারিগর।এ কলুষিত সমাজকে তারাই আলোকিত করতে পারবে। বিদায়ী শিক্ষকের উদ্দেশ্যে তিনি বলেন আপন যোগ্যতা বলেই আজ বড় পদে অধিষ্ঠিত হতে পেরেছেন, আরও সামনে এগিয়ে যান, সততা ও দক্ষতার সহিত অর্পিত দায়িত্ব পালন করুন,যেখানেই যাবেন মুল্যায়িত হবেন।
সংবর্ধিত অতিথি মাওলানা মনসুরুল হক বলেন অত্র মাদ্রাসায় একযুগের শিক্ষকতা জীবনে যা অর্জন করেছি তা আগামীর পথ চলার পাথেয় হয়ে থাকবে। মাদ্রাসা,শিক্ষক ছাত্রছাত্রীদের নিকট থেকে যে ভালোবাসা পেয়েছি তা স্মরণীয় হয়ে থাকবে।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির দাতা সদস্য, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা একেএম ফরিদ উদ্দিন, মাওলানা নুরুজ্জামান খান, মাস্টার মোহাম্মদ কামাল উদ্দিন।
আরও বক্তব্য রাখেন দারুল হেরা প্রাক্তন ছাত্র পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুল হক, প্রাক্তন ছাত্র আবুল হাসনাত, একরামুল হক মাজেদ, পরীক্ষার্থী ফাওজিয়া সিদ্দিকা সামিহা, আব্দুল্লাহ মো.সালেহ, দশম শ্রেণির ছাত্র কয়েছ উদ্দিন নোমান, নবমের তাসনিয়া জান্নাত তাবাসসুম, অষ্টমের মাহমুদুল হাসান ও দাখিল ষষ্ঠ শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম প্রমুখ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে আব্দুল্লাহ আল মুয়াজ।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সংবর্ধিত অতিথিকে মাদ্রাসা ও প্রতি শ্রেণি থেকে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান এবং দাখিল পরীক্ষার্থী ব্যাচ ২০২৪ কর্তৃক সম্পাদিত স্মারক "প্রত্যয় " এর মোড়ক উন্মোচন।
Reviewed by প্রান্তিক জনপদ
on
2/12/2024 12:52:00 AM
Rating:

No comments: