সংবাদ শিরোনাম

recent

৮ বার নৌকা পেয়ে ৫ম বারের মতো এমপি হয়ে রেকর্ড করলেন মুহিবুর রহমান মানিক

 


প্রান্তিক ডেস্ক:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে নৌকা প্রতীকে ১লক্ষ ১৯ হাজার ৪”শত ৩ ভোট পেয়ে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন মুহিবুর রহমান মানিক।

গতকাল  রবিবার রাতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতীদ্বন্ধী শামিম আহমদ চৌধুরী ঈগল প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৮’শত ৮৮ টি ভোট।

এর আগে মুহিবুর রহমান মানিক সর্বপ্রথম ১৯৯৬ সালে প্রথম নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হন,পরে ২০০৮, ২০১৪,২০১৮ সাল ও ২০২৪ সালে টানা চারবার নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন তিনি।

এদিকে, ছাতক ও দোয়ারাবাজার দুই উপজেলার ২২ টি ইউনিয়ন নিয়ে ১৬৪ টি কেন্দ্র নিয়ে গঠিত সুনামগঞ্জ -৫ সংসদীয় আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৮৮ হাজার ৯৯ টি ভোট। দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লক্ষ ১৩ হাজার ৩’শত ৭৭ জন ভোটার। এই নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৯ জন।

অন্যদিকে, সকাল ৮ ঘটিকা থেকে শুরু হওয়া নির্বাচনে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সরেজমিন অনেক ভোটকেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল একেবারে কম। সকাল থেকে ভোট সেন্টারগুলো ছিল একেবারে ফাঁকা। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতির সংখ্যা ও বাড়তে থাকে।

দুপুর ১ টার দিকে উপজেলার নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের সমর্থকদের মধ্যে মুখামুখির ঘটনা ঘটে। ২ টার দিকে উপজেলা সদরে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে মারামারি হয়। এ কারণে প্রায় আধঘন্টা কেন্দ্রে ভোট প্রদান স্থগিত থাকে। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করে পুনরায় ভোট গ্রহন শুরু হয়।

ভোট গ্রহনের শেষ পর্যায়ে নরসিংপুর ইউনিয়নের চাইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে এসে ১জন,লামাসানিয়া মাদ্রাসা কেন্দ্রে ১ জন,বড়খাল স্কুল এন্ড কলেজে ২ জন ও বালিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (নেতরছৈই) কেন্দ্রে -১ জনকে আটক করা হয়।

৮ বার নৌকা পেয়ে ৫ম বারের মতো এমপি হয়ে রেকর্ড করলেন মুহিবুর রহমান মানিক Reviewed by প্রান্তিক জনপদ on 1/08/2024 09:51:00 AM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.