সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাওঁ ইউনিয়ন পরিষদের দুইবারের (সাবেক) চেয়ারম্যান ফারুক আহমেদ (৭২) ইন্তেকাল
প্রান্তিক জনপদ ডেক্স: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাওঁ ইউনিয়ন পরিষদের দুই বারের (সাবেক) চেয়ারম্যান ফারুক আহমেদ (৭২) ইন্তেকাল করেছেন ।
তিনি দোয়ারাবাজার উপজেলার বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও শালিস ব্যক্তিত্ব ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।
আজ ১৯ ডিসেম্বর, মঙ্গলবার চেয়ারম্যান ফারুক আহমেদ জানাজা সম্পন্ন হয়েছে । পাঁচ সহস্রাধিক শোকার্ত জনতা, ছাতক - দোয়ারার সকল স্তরের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন। সকাল ১১টায় জানাজার নির্ধারিত সময় থাকলেও সকাল থেকেই মানুষজন জড়ো হতে থাকেন। অনেক দূরদূরান্তর থেকে তাদের প্রিয় ব্যক্তিকে দেখতে তারা ছুটে আসেন। রাজনৈতিক সামাজিক, পেশাজীবি, উলামা -মাশায়েখ, শিক্ষক, সাংবাদিক,চিকিৎসকসহ বিভিন্ন পেশার দুই উপজেলার শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাও আব্দুল হকের সঞ্চালনায় জানাজাপূর্ব জমায়েতে বক্তব্য রাখেন ছাতক দোয়ারাবাজার নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান তানভীর আশ্রাফী চৌধুরী বাবু, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা.আব্দুল কুদ্দুস, সংসদ সদস্য পদপ্রার্থী আইয়ুব করম আলী, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী, দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামিমুল ইসলাম শামিম, সুরমা ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান নুরুল হক, উপাধ্যক্ষ মাও আব্দুস সাত্তার, ডা.হারুনুর রশিদ, সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, শায়েখ মাও আব্দুল হান্নান, শায়েখ মাওলানা ফজলুর রহমান, শায়েখ মাওলানা ফজলুল করিম, সাবেক চেয়ারম্যান সামসুল হক নমু, আমিরুল ইসলাম, আরিফুল ইসলাম জুয়েল, আবু হেনা আজিজ।আরও আলোচনা রাখেন আলতাফুর রহমান খছরু, মাও ফারুকুল ইসলাম, মাও সামছুল ইসলাম, মরহুম ফারুক আহমেদ চেয়ারম্যানের ছোটভাই ডা.ফয়েজ আহমেদ

No comments: