সংবাদ শিরোনাম

  

আল মদিনা একাডেমি কর্তৃক নরসিংপুরে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা

 

দোয়ারাবাজার প্রতিনিধিঃ

দোয়ারাবাজার উপজেলার আল মদিনা একাডেমি কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আল মদিনা একাডেমি এতদ্বঞ্চলের আলোকবর্তিকা। এ প্রতিষ্ঠান একদিন দেশ-বিদেশে আলো ছড়াবে।

আজ বুধবার ( ৯ আগষ্ট) একাডেমি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সংবর্ধিত গুণীজন হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার সুলতান আহমদ, প্রবাসী ব্যবসায়ী এমটিএফই এর সিইও মো: আব্দুল হক, সৌদি আরব'র আল ইনজাজ মুমাজাহ কোম্পানীর এমডি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী ক্বারী ইসমত আলী, যুক্তরাজ্য প্রবাসী ও নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের সদস্য সমুজ আলী।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, দুবাই প্রবাসী ব্যবসায়ী সেলিম আহমদ, নসকস'র সভাপতি শফিকুল ইসলাম,  নসকস'র সাবেক সভাপতি আবিদ রনি, মাও সাইফুর রহমান, সহ:প্রধান শিক্ষক গোলাম সামদানী সুমন প্রমুখ। 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের আল মদিনা একাডেমি ক্যাম্পাসে একাডেমির সাবেক শিক্ষার্থী ও ২০২৩ সালে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী এবং গুনীজনদের সম্মানে আয়োজিত সংবর্ধনা  অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে আরো বলেন- শুধু ভালো ছাত্রই হলে হবে না, ভালো ও মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আল মদিনা একাডেমি  যেসব বৈশিষ্ট্যের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে পাঠদান পরিচালনা করছে তা সত্যিই প্রশংসনীয়। দক্ষতার সহিত এগিয়ে যাচ্ছে আল মদিনা একাডেমি। এই একাডেমি ইতিমধ্যে দোয়ারাবাজার উপজেলার শ্রেষ্ঠতম স্থান দখল করেছে।

একাডেমির পরিচালক রফিকুর রহমানের সভাপতিত্বে ও  তোফাজ্জল হোসাইন'র  পরিচালনায় অনুষ্ঠিত আয়োজনে কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন- ২০২৩ সালের এসেসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত আব্দুল্লাহ আল হাদী ও মারুফ হাসান জয়।

সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসিতে 'এ' প্লাস ও সফলতা অর্জনকারী ছাত্রছাত্রীরকে ক্রেস্ট ও গুনীজনদেরকে সম্মাননা স্মারক উপহার প্রদান করা হয়।

সবশেষে মনোজ্ঞ  সাংস্কৃতিক ইভেন্ট পরিবেশনের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আল মদিনা একাডেমি কর্তৃক নরসিংপুরে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা Reviewed by প্রান্তিক জনপদ on 8/09/2023 06:20:00 PM Rating: 5

মন্তব্য

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.