দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
লক্ষীপুর সংবাদদাতাঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্টে ছুরাব আলী (৫২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ছুরাব আলী (৫২) ওই গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার লক্ষীপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে রবিবার রাত সাড়ে ৭টার দিকে তার নিজ বসতঘরের বৈদ্যুতিক বাল্ব নষ্ট হয়ে যাওয়ায় বৈদ্যুতিক বাল্ব খোলে বৈদ্যুতিক সুইচ অন করে বৈদ্যুতিক বাল্ব লাগানোর জন্য যায় তখন বিদ্যুৎ ছিল না। বৈদ্যুতিক বাল্ব লাগানো অবস্থায় হঠাৎ বিদ্যুৎ চলে আসলে। ছুরাব আলী বৈদ্যুতিক হোল্ডারের সহিত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লেগে থাকেন। তখন তাহার পুত্রবধু ফাতেমা বেগম (২৫) তাহা দেখে বাঁচানোর চেষ্টাকালে ফাতেমা বেগমও ঘটনাস্থলে আহত হন। পরবর্তীতে পুত্রবধু ফাতেমা বেগম বসতঘরের বৈদ্যুতিক কাটাউট খোলে ছুরাব আলী মাটিতে পড়ে যান। পুত্রবধুর চিৎকার দিলে পরিবারের অন্যান্য সদস্যগন এবং আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ছুরাব আলীকে মৃত অবস্থায় পান। তখন ছুরাব আলীর বাম হাতের বৃদ্ধা আঙ্গুল, তর্জনী ও মধ্যমা আঙ্গুলে কালো পুড়া দাগ এবং বুকের ডান পাশে সামান্য তেতলানো দাগ পরিলক্ষিত হয় বলে জানাযায়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ( ওসি) দেবদুলাল ধর জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি, এসআই মোঃ সম্রাজ মিয়া সংগীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছন।
Reviewed by প্রান্তিক জনপদ
on
5/08/2023 03:40:00 AM
Rating:

No comments: