দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নের আওতায় বিশ লক্ষ টাকা ব্যয়ে আশ্রয়ন প্রকল্পের কাজ
প্রান্তিক ডেস্ক: দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউপির শ্রীপুরবাজার সংলগ্ন মুচী সম্প্রদায়ের জন্য ৮ টি গৃহ নির্মানের কাজ শুরু হওয়ায় উপকারভোগী পরিবারের মধ্যে যারপরনাই সন্তুষ্টি বিরাজ করছে।ঘর প্রাপ্তির সাথে তারা ২ শতাংশ করে জায়গাও বন্দোবস্ত পানে। প্রায় বিশ লক্ষ টাকার এই প্রকল্প বাস্তবায়ন হলে মুচী সম্প্রদায়ের আবাসন সমস্যার স্থায়ী সমাধান হবে এবং দীর্ঘ মানবেতর জীবনেরও অবসান হবে।
প্রকল্প বাস্তবায়নের নেতৃত্বে আছেন ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী হোসেন। তিনি জানান উপজেলা থেকে প্রেরিত সিডিউল ও প্রাক্কলনের নকশা অনুযায়ী কাজ করা সহ কাজের গুণগত মান ঠিক রাখার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। উপজেলা থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন। তিনি আরও জানান মেম্বার নির্বাচিত হওয়ার পর তার দায়িত্বেএটা প্রথম কাজ তাই টেকসই ও মজবুদ গৃহ নির্মাণে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কাজের দায়িত্বে থাকাই ঠিকাদার আব্দুল্লাহ জানান দূর্ণীতি ও অনিয়মের উর্ধ্বে উঠে কাজ করে যাচ্ছেন।
ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ আশ্রয়ন প্রকল্প সম্পর্কে বলেছেন মুজিবর্ষ উপলক্ষে হতদরিদ্রদের জন্য এটা প্রধানমন্ত্রীর বিশেষ উপহার। বস্তুত হতদরিদ্রদের জন্য গৃহনির্মাণ প্রকল্পে সব ধরনের দুর্নীতি ও অনিয়ম রোধের বিষয়টিকে অধিক গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ‘গরিবের হক’ বলে একটি কথা চালু আছে। সেই হক নিয়ে ‘নয়ছয়’ হবে কিংবা সেখানে অন্য কেউ ভাগ বসাবে- এটা হতে দেয়া হবে না।
সুবিধাভোগী বিজয় রবিদাস জানিয়ে "তারা অত্যন্ত খুশী, প্রধানমন্ত্রীর প্রতি তারা অত্যান্ত সন্তুষ্ট। কাজে কোন অনিয়ম হচ্ছেনা বলে তারা জানায়। ঘর প্রাপ্ত আটজন হলেন- ধনেস্বর রবিদাস, রবিন্দ্র রবিদাস, সোনামতি রবিদাস, ফুলমতি রবিদাস, বীরবল রবিদাস, নিরমল রবিদাস, বিজয় রবিদাস, শুকরাম রবিদাস।
দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নের আওতায় বিশ লক্ষ টাকা ব্যয়ে আশ্রয়ন প্রকল্পের কাজ
Reviewed by প্রান্তিক জনপদ
on
2/11/2022 10:25:00 PM
Rating:
No comments: