সংবাদ শিরোনাম

recent

১১ বছরের জাকারিয়া ৯৪ দিনে কোরআনের হাফেজ

ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে মোহাম্মদ জাকারিয়া বাবুকে। ছবি: ইত্তেফাক

প্রান্তিক ডেস্ক: পবিত্র কোরআনের হাফেজ হলেন মোহাম্মদ জাকারিয়া বাবু। মাত্র ৯৪ কর্মদিবসে তিনি হেফজ সম্পন্ন করেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে শেষ ছবক গ্রহণের মাধ্যমে তিনি আল কোরআনের ৩০ পারার হাফেজ হলেন।

হাফেজ জাকারিয়া ধুনট উপজেলার গোপালনগর গ্রামের মুহাব্বত আলীর পুত্র। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে অবস্থিত কাজিপুর আল জামিয়াতুল মাদানিয়া (মাদ্রাসা) থেকে হাফেজ মোহাম্মদ জাকারিয়া বাবু এই কোর্স সম্পন্ন করেন। 

তার হেফজ এর ওস্তাদ হাফেজ মাওলানা হাসান আলী জানান, হাফেজ জাকারিয়া বাবু আমাদের প্রতিষ্ঠানে গত বছরের ৪ সেপ্টেম্বর প্রথম পাঠ গ্রহণ করেন। সেই থেকে, সাপ্তাহিক, মাসিক ও ছুটির দিন ব্যতিত মাত্র ৯৪ দিনে তিনি কোরআনের হাফেজ হলেন।

কাজিপুর আর জামিয়াতুল মাদানিয়া (মাদ্রাসার)’র মুহতামিম মুফতি আবু নাঈম ফয়জুল্লাহ জানান, জাকারিয়া একজন বিস্ময়বালক। সে মাত্র ১১ বছর বয়সে এবং ৯৪ দিনে হাফেজ হয়েছে। এ কারণে আমরা আনুষ্ঠানিকভাবে তাকে কোরআনের হাফেজ হিসেবে স্বীকৃতি দিলাম। আশা করি সে অনেক দূর এগিয়ে যাবে। 

হেফজ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষা সচিব মুফতি ইব্রাহিম খলিলুল্লাহ, হল সুপার মুফতি আবু হোরায়রা, হাফেজ জাকারিয়ার ভাই মোহাম্মদ এমদাদ হোসেন প্রমূখ। পরে এক বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

১১ বছরের জাকারিয়া ৯৪ দিনে কোরআনের হাফেজ Reviewed by তাওহীদ শাহীন on 2/16/2022 07:44:00 PM Rating: 5

1 comment:

  1. Top 10 best casinos and bonuses - JTM Hub
    Most sites will only be 양주 출장안마 known for gambling slots, table 경기도 출장마사지 games and progressive jackpots. Some casinos will 거제 출장안마 only be 아산 출장마사지 known for gambling slots, 나주 출장마사지 table games and progressive jackpots. Some sites will only be

    ReplyDelete

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.