দোয়ারাবাজারে সাবেক এক ইউপি সদস্য বিষপানে আত্মহত্যা
প্রান্তিক ডেস্ক:: দোয়ারাবাজারের নরসিংপুরে সাবেক এক ইউপি সদস্য বিষপানে আত্মহত্যা করেছেন। মো মইজ উদ্দিন (৫০) নামের এই ইউপি সদস্য শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায় মৃত্যুবরণ করেন। মৃত মইজ উদ্দিন দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও শ্যামারগাও গ্রামের নিয়ামত উল্ল্যাহর পুত্র।
এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, শনিবার সকালে জমিতে দেওয়ার (কীটনাশক) ইঁদুর মারার বিষপান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যান। সেখানে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান লাফার্স বেল্ট পুড়া মামলার আসামি ছিলেন তিনি।মখন মেম্বার নির্দোশ থাকার পরেও বারবার হররানী করা হত হয়রানী থেকে বাচতেই তিনি আত্মহত্যা করেছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দোয়ারাবাজারে সাবেক এক ইউপি সদস্য বিষপানে আত্মহত্যা
Reviewed by প্রান্তিক জনপদ
on
9/06/2020 12:16:00 AM
Rating:

No comments: