কবিতা
উনুনে পানি জ্বলে
এম শাহাদাত হোসেন
ভারী বর্ষণ যেন ধর্ষণ করছে প্রকৃতিকে।দিন রাত করছে।
টানা-একটানা করছে।
হিংসাত্মক ভালবাসা কি এভাবে হয়।মিটায় প্রাণের আশা।
আষাঢ়ের ঘনঘটা কালো পর্নো পর্দায় আটকা প্রকৃতি।
আজ পাঁচ দিন।
আজ পাঁচ দিন বাহিরে কাজ নাই।আকাশে সাজ আছে ষোলকলার।
নাই ভাত,বাড়ে জঠরাগ্নি।
উনুনে আজ পানি জ্বলে।
মাগো কোথা যাই?
ঘরে হাঁটুজল। ভাইয়াতো পান্তা খেল।
আমি কি খাই?
ছোট্ট মেয়ে শয়তানের আগের ঠ্যাং। আজ যেন গলা শুকিয়ে কাঠ,দুর্বল - অসার।
করোনা কি আছে মা?
তবে কেন কেউ আমাদের রিদয় উজার করে ডাকে না!!
বাবা নাই, গরীব আমরা।
মা ওমা, তোমার চোখের কোণে পানি কেন? ওমা
মাগো
একটু পানি খেয়ে দেখি!!
নুনতা লাগে!! নুনতা কেন?
নিশ্চয়ই তুমি উনুনের জল খেয়েছো।
করোনার লম্বা কাঁটাযুক্ত হাতের হিংস্র থাবাতো এখন বিদ্যমান।
কান্ডজ্ঞান ছাড়াই অঘটন ঘটাচ্ছে। চলছে দিনমান।
তার উপরে আকাশের হিংস্র মনোভাব।
শকুন কে ধরতে না পেরে মুতে দিচ্ছে।
মুততে মুততে পৃথিবী কি ডুবিয়ে দিবে?
মায়ের কপাল কোচেকে আছে!!চিন্তার ভার।
অপু ভাইয়াদের গোবর যখন নাড়ছিলে মা।আমি ছিলাম।
অপু ভাইয়া তুলতুলে নরম চেয়ারে বসে। ট্যাশ দিয়ে ছায়া খাচ্ছিল।
একবার বলে উঠলো
হয়তো আমাদের বাড়িতে ডুকে নাই জল
পাশের বাড়িতে যায় আমাদের মল।
সে দিন রাত হতে উপর থেকে পানি পড়ে আর পড়ে।
মা এখন তো পানি আমাদের ঘরে।
উনুনে আজ পানি জ্বলে।
কবিতা
Reviewed by প্রান্তিক জনপদ
on
7/13/2020 03:39:00 PM
Rating:
Reviewed by প্রান্তিক জনপদ
on
7/13/2020 03:39:00 PM
Rating:

No comments: