কবিতা
বন্যার ক্ষতি
এম শাহাদাত হোসেন
ঢেউ তুলেছে জল
রাস্তাঘাট সব গোল্লায় দিল
বাড়িঘর সব তল।
কিসের গাড়ি কিসের ঘোড়া
চলার গতি নাই
একটু ভাল চলতে হলে
নৌকা এবার চাই।
কত ঘরে জল ডুকেছে
কষ্টের সীমা নাই
ধ্বংসের খেলায় মেতেছে জল
কেমনে বুঝাই।
কেমনে বুঝাই।
সত্যি কথা বলছি আমি
ঘরে হাঁটু জল
বিশ্বাস যদি করসনা তোরা
দেখবে এবার চল।
আমার কথা বাদ দিয়ে দে
দেখ নয়ন মেলে
পাশের বাড়ির চাঁদনীর মা'র ঘরে
জল কেমন খেলে।
ঘরের মাচা ছুঁয়ে গেল
থৈ থৈ থৈ করে
গরু-মোরগ মারা গেছে
প্রাণটা নিয়ে সরে।
কত্ত ক্ষতি হয়ে গেল
সরজমিনে দেখ
চাঁদনীর মা'য়ে কান্না করে
করে প্যাঁক প্যাঁক।
এমন কত ঘর ডুবেছে
দোকান-পাট সব
চিন্তা করলে কান্না আসে
বাঁচাও ওগো রব।
কবিতা
Reviewed by প্রান্তিক জনপদ
on
7/06/2020 10:40:00 PM
Rating:
Reviewed by প্রান্তিক জনপদ
on
7/06/2020 10:40:00 PM
Rating:


No comments: