দ্বিতীয় জানাযায় জনতার ঢল
সিলেট নগরীর মানিকপীর টিলা ও আশপাশ রাস্তায় তাদের প্রিয় নেতার জন্য হাজারো জনতার ঢল নেমেছে। সবাই শেষবারের মতো বদর উদ্দিন আহমদ কামরানের মুখ বা তার শেষযাত্রা একটু নিজ চোখে দেখতে চান। তাঁর দলীয় নেতাকর্মী, ভক্তবৃন্দসহ সর্বস্তরের জনতার ক্রন্দনে আকাশ-বাতস ভারী হয়ে উঠে মানিকপীর টিলা এলাকা। সেখানে ২ টা ১০ মিনিটে স্বাস্থ্যধিধি মোতাবেক বদর উদ্দিন আহমদ কামরানের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় জানাযায় জনতার ঢল
Reviewed by প্রান্তিক জনপদ
on
6/15/2020 05:10:00 PM
Rating:
Reviewed by প্রান্তিক জনপদ
on
6/15/2020 05:10:00 PM
Rating:

No comments: