ছাতকে সস্ত্রীক এক ইউপি চেয়ারম্যানসহ নতুন আক্রান্ত
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকের এক ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রীসহ নতুনকরে ২০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
আক্রান্ত চেয়ারম্যান উপজেলার কালারুকা ইউনিয়নের অদুদ আলম ও তার স্ত্রী রাফিজা বেগম বলে জানা গেছে।
বুধবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের নাসাল ও সোয়াব টেস্ট করে তাদের শরিরে করোনা ভাইরাস পজেটিভ বলে শনাক্ত হয়।
এছাড়া অন্যান্য আক্রান্তরা ছাতক পৌর শহরের মণ্ডলীভোগ এলাকার ৫ জন, বাগবাড়ি এলাকার ১ জন, ছাতক বাজারের ২ জন, গনক্ষাই এলাকার ১ জন, কালারুকা ইউনিয়নের কালারুকা গ্রামের ৩ জন, শিমুলতলার ১ জন, হাসনাবাদ গ্রামের ১ জন, শিমুলতলা গ্রামের ১ জন, জাউয়া বাজার ইউনিয়নের গনিপুর, হাবিদপুর, দেবেরগাওঁ গ্রামের একজন করে শনাক্ত হয়েছেন। এছাড়া বাকি দুই জনের পরিচয় এখনো জানা যায়নি।
এনিয়ে উপজেলায় ১১৪ জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির।
ছাতকে সস্ত্রীক এক ইউপি চেয়ারম্যানসহ নতুন আক্রান্ত
Reviewed by প্রান্তিক জনপদ
on
6/11/2020 09:56:00 AM
Rating:
Reviewed by প্রান্তিক জনপদ
on
6/11/2020 09:56:00 AM
Rating:

No comments: