জর্জ ফ্লয়েড আন্দোলনে দাঙ্গা পুলিশের ওপর হামলা
প্রান্তিক ডেস্ক:: লন্ডনে বর্ণবাদ-বিরোধী আন্দোলনের বিরুদ্ধে একত্র হওয়া বিক্ষোভকারীরা পুলিশের প্রতি ইট-পাটকেল ছুঁড়েছে। তারা বলছে, বর্ণবাদ-বিরোধী বিক্ষোভকারীদের হাত থেকে রাজধানীর ভাস্কর্যগুলোকে রক্ষার জনেই তারা মাঠে নেমেছে। উগ্র ডানপন্থীসহ বেশ কয়েকটি সংগঠন, তাদের ভাষায়, ব্রিটেনের ইতিহাসকে রক্ষা করার জন্য লন্ডনে সমবেত হওয়ার ডাক দিয়েছিল। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এধরনের সমাবেশের ব্যাপারে শুক্রবার কিছু শর্ত আরোপ করেছিল।
এই বিক্ষোভের সময় শত শত মূলত শ্বেতাঙ্গ পুরুষ লন্ডনে যুদ্ধের স্মৃতিসৌধ সেনোটাফ এবং পার্লামেন্ট ভবনের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ভাস্কর্যের কাছে জড়ো হয়।এসময় দাঙ্গা পুলিশের সাথে বশে কয়েকটি জায়গায় সংঘর্ষ হয়। এসময় এদের ইংল্যান্ড ইংল্যান্ড ধ্বনি দিতে দেখা যায়।
সুত্রঃ বিবিসি
সুত্রঃ বিবিসি
জর্জ ফ্লয়েড আন্দোলনে দাঙ্গা পুলিশের ওপর হামলা
Reviewed by প্রান্তিক জনপদ
on
6/13/2020 11:05:00 PM
Rating:
Reviewed by প্রান্তিক জনপদ
on
6/13/2020 11:05:00 PM
Rating:

No comments: